Monday 25 April 2016

কবিতা

লেখাপড়া

আলী আহমদ চৌধুরী

লেখাপড়া ভাল লাগেনা
পড়ায় বসেনা মনে,
ছাত্র হয়ে ভুল করেছি
শুধুই জ্বালাতন।
কৃষক যদি হতাম আমি
নিয়ে যেতাম হাল মাঠে,
চাষ করিতাম মনের মত
ফসল ফলিত তাতে।
হতাম যদি রাখাল আমি
চরাতাম অনেক গরু,
সবুজ শ্যামল মাঠ দেখিতাম
আরও দেখিতাম তরু।
মাঝি হলে গান ধরিতাম
নাও নিয়ে নদীর মাঝে,
সারা বেলা গান করিতাম
ফিরিতাম সন্ধ্যা সাঝে।
জেলে হলে মৎস ধরিতাম
বেচিতাম গঞ্জের হাটে
মায়ের জন্য শাড়ী কিনিতাম
নকশী থাকিত তাতে।
শ্রমিক মজুর হতাম যদি
কাজ করিতাম সুখে,
লেখাপড়ার ঝড় তুফানে
মরিতাম না এত দুখে।

1 comment: