আমাদের প্রিয় নবী (সাঃ) তাঁর জীবনের প্রতিটি রমজানের শেষ দশকেই মসজিদে ইতিকাফ থেকেছন।অথচ বর্তমান সমাজ ব্যবস্থাই আমরা এতোটাই দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে এই আমলটি থেকে সবাই পিছপা হয়ে গিয়েছি৷ তাই আমাদের প্রাণ প্রিয় নবি তথা আমাদের পেয়ারা নবি (সাঃ) কে ভালোবাসলে অবশ্যই আমামদের এই আমলটি আদায় করতে এগিয়ে আসা উচিত৷
No comments:
Post a Comment