Saturday 16 September 2017

মানবিক খাতিরে রোহিঙ্গাদের পাশে দাড়ান

আলী আহমদ চৌধুরী

জন্ম থেকে আজ অবধি যত ধরণের ঘৃণা প্রকাশ করেছি তার থেকেও কোটি কোটিগুন ঘৃণা প্রকাশ করছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খলফের যোগ্যতম উত্তরাধিকারইয়াহুদিদের একনিষ্ঠ বন্ধু ও খাদিমমুসলিম বিশ্বের যোগ্যতম অপ্রতিদ্বন্দ্বী শত্রু,   বিশ্বের বুকে মুনাফিকদের নেতৃত্বদানকারী একমাত্র দেশ সৌদী কতৃপক্ষের প্রতি।যে ভূখণ্ড থেকে ইসলামের যাত্রা শুরু,যেখান থেকে মানবতার মুক্তির মশাল প্রজ্বলিত হয়েছিলযে পবিত্র জমিনে আরাম করতেছেন বিশ্বমানবতার মুক্তির দিশারী নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম   শায়িত আছেন খোলাফায়ে রাশেদা সহ অসংখ্য সাহাবায়ে কিরাম(রা:), যারা একেকজন ছিলেন মানবতার মূর্ত প্রতিক।সে পবিত্র ভূখন্ডে বসবাস করে তাদের আত্মার সাথেবিশ্বনবী হযরত মোহাম্মদ(স:)এর সাথে ও তাঁর অসহায় উম্মতদের সাথে কিভাবে যে গাদ্দারী করে যাচ্ছে তা আজ বিশ্ববাসী অবলোকন করতেছে।আজ যদি সাহাবায়ে কিরামদের কোন একজন দুনিয়ায় থাকতেন তাহলে হয়তো সৌদ সরকারের গাদ্দারদের গর্দান উড়িয়ে দিতেন।কিন্তু সে সময় এখন আর নেই। যে সময়ে দুনিয়ার দিকেদিকে ইয়াহুদি-খ্রিষ্টানেরা মুসলিম মিল্লাতকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত,  শুধু ষড়যন্ত্রই নয় রাসূলে মাকবুল (স:) এর প্রাণপ্রিয় উম্মতদের খুন পিপাসায় মত্ত সে সময়ে সৌদ সরকারের অধিকাংশরাই নারী মদ নিয়ে মাতাল ও তাদের মনিব ইয়াহুদীদের খুশি করা নিয়ে মহাব্যস্ত। তাদের কারণেই ফিলিস্তিনের নিরপরাধ মুসলিম ভাই-বোনেরা ও শিশুরা আজ অমানবিক নির্যাতনের স্বীকার। দয়াল নবীর অসহায় উম্মতেরা  শাহাদাতের কাফেলায় শরীক হচ্ছে প্রতিনিয়ত।

বার্মার মুসলমানদের উপর বিশ্বের জঘন্যতম অত্যাচার যা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। আমরা রুশ বিপ্লব দেখেছি, হিটালারের তাণ্ডবলীলা দেখেছি, ব্রিটিশ বেণিয়াদের অত্যাচার নিপীড়ন অবলোকন করেছি। কিন্তু তার চেয়েও জঘন্য ও অমানবিক নির্যাতন করা হচ্ছে আমারই ভাই-বোন রোহিঙ্গা মুসলিমদের প্রতি। যা ইতিহাসের সকল যুলুম নির্যাতনকে হার মানিয়ে বর্বরতার নিকৃষ্টতম দৃষ্টান্ত স্থাপন করেছে শান্তি নামক অশান্তিতে নোবেলবিজয়ী,  ডাইনী, রাক্ষসী,  মুসলিম তথা মানবখেকো অং সাং সূচী নামক একটি পেত্নীর নেতৃত্বাধীন মায়ানমার সরকার। এমনি মহাসংকটের সময় অসহায় মুসলিমদের পাশে দু'একটি দেশ ব্যতীত মুসলিম বিশ্ব আজ নিরব দর্শকের ভূমিকায় রয়েছে।
ধিক শত ধিক OIC সহ আন্তর্জাতিক মুসলিম সংস্থাগুলোর প্রতি যারা এত কিছু অবলোকন করার পরও ইয়াহুদী-খ্রিষ্টানদের পা চেটে যাচ্ছে।
জাতিসংঘ ও মানবাধিকার কমিশন এরা তো সরাসরি মুসলিম নিধনে সম্পৃক্ত। তাই এদের কথা আর নাই বললাম।
এহেন পরিস্থিতিতে সর্বপ্রথম  মজলুম  মুসলমানদের পাশে দাঁড়ানো উচিত ছিল এই গাদ্দার মুনাফিক সৌদ সরকারের। কিন্তু অবস্থা ঠিক তার বিপরীত।  ধন্যবাদ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও তাঁর স্ত্রীকে। উম্মতে মুহাম্মদীর এই দুর্দিনে সাথী হওয়ার জন্য। বিশ্বমোড়লদের প্রতি এতটুকু আরজ মুসলিম হিসেবে নয়, অন্তত মানুষ হিসেবে তাদের পাশে দাড়ান। আর মুসলিম দেশগুলোর প্রতি আবেদন আপনাদের যদি মুসলিমদের সাহায্যার্থে এগিয়ে আসা লজ্জাকর বা মানহানিকর মনে করেন তবে মুসলিম হিসেবে নয়, অসহায় জীব বা অসহায় মানুষ হিসেবে তাদের পাশে দাড়ান, তাদের পক্ষে কথা বলুন। সৌদ সরকারের স্বরণ রাখা উচিত যে, রোহিঙ্গাদের পূর্বসূরিরা একসময়কার সৌদি আরবের অধিবাসী ছিলেন।
রাসূল (স:) যেখানে সকল মুসলিমকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। সেখানে আজ মুসলিম বিশ্ব নির্বিকার।
সৌদ সরকার ট্রাম্পকে বিরাট অংকের রিয়াল খরচ করে উপহার দিতে পারল কিন্তু অসহায় মুসলিমদের জন্য একটি কানা কড়িও দিতে পারল না। ছিঃ সৌদ গাদ্দাররা! ছিঃ তোমাদের। কিভাবে রাসূলে মকবুল (স:) এর কাছে তার অসহায় উম্মতদের ব্যাপারে জবাব দিবে।
আজ কান পেতে শোন আমার অসহায় ভাই-বোনদের আর্তনাদ। তারা বলছে "আমরা তো মানুষ,  রাসূলে মকবুল (স:) এর প্রাণপ্রিয় উম্মত।  আজ যদি আমাদের কাণ্ডারি দয়াল নবী এই ধরাধামে থাকতেন তাহলে আমাদের এহেন অবস্থা দেখে ঘরে বসে থাকতেন না। কোথায় আবু বকর,উমর, উসমান, আলী আজ তোমাদের বড়ই প্রয়োজন মুসলিম মিল্লাতের।"
যারা মানবতার বুলি আওড়ায় আজ তারা কোথায়?
আমরা যদি এই হত্যাযজ্ঞকে ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে, এমন কোন ধর্ম নেই যা জীব হত্যা সমর্থন করে। সকল ধর্মেই জীব হত্যা মহাপাপ।
আজ যে সকল বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে অকাতরে হত্যা করছে তাদের ধর্মে জীব হত্যা সম্পর্কে বলা হয়েছে- 
“ সকলেই দণ্ডকে ভয় করে,জীবন সকলের প্রিয়।সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকেও প্রহার করবে না কিংবা আঘাত করবে না ”
সূত্রনিপাত গ্রন্থের মৈত্রীসূত্রে এ বিষয়টি বিবৃত হয়েছে এভাবে : ‘সভয় অথবা নির্ভয়, হ্রস্ব অথবা দীর্ঘ, বৃহৎ অথবা মধ্যম, ক্ষুদ্র অথবা স্থূল, দৃশ্য অথবা অদৃশ্য, দূরে অথবা নিকটে যেসব জীব জন্মগ্রহণ করেছে বা জন্মগ্রহণ করবে সেসব প্রাণী সুখী হউক’।
আর ইসলাম ধর্ম কখনো মানব হত্যা তো দূরে থাক সামান্যতম বিশৃঙ্খলাও সমর্থন করে না। পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ বলেনঃ-
مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ
অর্থঃ “এ কারণেই আমি বনী ইসরাঈলের প্রতি এ নির্দেশ দিয়েছি যে, যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করলো অন্য প্রাণের বিনিময় ব্যতীত কিংবা তার দ্বারা ভূ-পৃষ্ঠে কোন ফাসাদ বিস্তার ব্যতীত, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো; আর যে ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ষা করলো সে যেন সমস্ত মানুষকে রক্ষা করলো” (সুরা মায়িদাহ, আয়াত-৩২)।
সুতরাং যারা ধর্মের অনুশাসন মানেন বা ধর্মাবলম্বী তাদের উচিত এসকল অসহায়দের প্রতি এগিয়ে আসা।
যারা ধর্মে বিশ্বাসী না তাদের জন্য ধর্মের কথা বাদই দিলাম অন্তত  মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত। 
এতো অমানবিক  নির্যাতন ও হত্যাযজ্ঞ দেখার পরও যারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে তারা অধার্মিক ও অমানুষ। তারা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম। আসুন আমরা সবাই অন্তত মানবিক খাতিরেই রোহিঙ্গাদের পাশে দাড়াই। আমাদের দেশের সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংস্থাগুলোর  প্রতি অনুরোধ দলমত নির্বিশেষে ১৯৭১ সালে ভারতের পাশাপাশি যারা আমাদের সাহায্য করেছিল প্রতিবেশী হিসেবে তাদের সাহায্যে এগিয়ে আসুন। মুসলমান বাদ দেন মানুষ হিসেবে,  প্রতিবেশী হিসেবে, মুক্তিযুদ্ধের সাহায্যকারী হিসেবে অন্ততপক্ষে জীব হিসেবে তাদের পাশে দাড়ান। 

লেখকঃ আলী আহমদ চৌধুরী, অর্থনীতি বিভাগ,এম সি কলেজ, সিলেট।

3 comments:

  1. গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পোস্ট।
    ভাই
    চালিয়ে যান।

    ReplyDelete