বীরের জাতি
অালী অাহমদ চৌধুরী
আল্লাহ পাকের বান্দা
মোরা রাসূল পাকের উম্মত।
শাহজালালের উত্তরসূরী
বুকে আছে হিম্মত।
ফুলতলীর সৈন্য মোরা
মোরা কখনও
থামবনা।
নাস্তিক তোরা যতই লাফাও
আমরা তোদের ছাড়ব না।
রক্ত মোদের বীর
খালিদের
উমর আলী উসমানের।
হঠিয়েছি নাস্তিক মুরতাদ
শত্রু যত ইসলামের।
অতীত
ফিরে চাওরে তোরা
দেখ তোদের হাল।
ইসলাম নামটি মুছে
দিতে বুনেছিল যারা জাল।
হাক দিয়েছি জাল ছিড়েছি
শায়েস্তা করেছি ওদের।
তোরা হলে পিপড়ে মাছি
সেই
তুলনায় তাদের।
বদর নামক কুপের তীরে
তোমরা ছিলে হাজার।
আমরা ছিলাম তিনশ তের
বিজয় হয়েছিল কার ?
উতবা শায়বা আবু জেহেল
শক্তি ছিল কত।
তাদের সাথে হাত
মিলাল
উবাই আরো যত।
সবাই মিলে চেয়েছিল
ইসলাম নামের ক্ষয়।
কতল করেছি বন্দি
করেছি
হয়েছিল মোদের জয়।
নাইস কবিতা।
ReplyDelete