Wednesday, 1 June 2016

মা

মা এমন একটি শব্দ পৃথিবীর সব শব্দের সেরা শব্দ। এমনো মাকে দেখেছি যিনি নিজের অনেক কষ্ট বুকে চেপে রেখে দিন রাত সন্তানের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। নিজের অসুখ, অপারেশনহ হওয়া সত্বেও সন্তানের আরাম আয়েশ, সুখ শান্তি ও খেদমতের জন্য সব ভুলে যান।
এসব মা অভিনয়ে খুব পারদর্শী। তাদের কাছে দুনিয়ার সব অভিনেতা অভিনেত্রী ১০০০ বার ফেল করবে।
দেখা যায় অসুখে তার শরীর খুবই ক্লান্ত তখন কোন সন্তান তার কাছে বলল আম্মু চা দাও বা অন্য কিছু আবদার করল। করতে দেরি হয় মায়ের দিতে দেরি হয়না।
যদি বলা হয় তোমার শরীর কি খারাপ খুব সুন্দর অভিনয় করে বলবে, না তো আমি সুস্থ আছি।
শুধু তার নিজের সন্তান নয় আশেপাশে বা বাসা বাড়িতে তার সন্তানের মত যারা আছে সবার ক্ষেত্রে তিনি সমান আদর ও স্নেহ বিলিয়ে দিচ্ছেন সব সময়। না আছে মুখে কোন বিরক্তি ভাব না আছে কোন ক্লান্তির লেশ মাত্র।
সত্যিকার অর্থে যারা মা, তারা পৃথিবীর সকল সন্তানকে নিজের সন্তানই মনে করেন। তার ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।
এমন মাকে শুধু স্যালুট দিয়ে মায়ের অসম্মান করতে চাইনা।
শুধু দোয়া করি আমাদের জীবনের বিনিময়ে হলেও এমন মায়ের হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেন এবং এই রহমতের ছায়াকে আমাদের উপর দীর্ঘদিন বাকি রাখেন।
পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে এমন মা থাকেন এই প্রত্যাশাই করি মাওলায়ে হাকিকির দরবারে।
(আমিন)

No comments:

Post a Comment